মধ্যরাত থেকে সারাদেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। এ ছাড়া নদী অববাহিকার কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত পড়তে পারে মাঝারি থেকে ঘন কুয়াশা।

রোববার (১০ জানুয়ারি) সকালে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদফতরের বুলেটিনে।

অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলা হয়েছে ওই বুলেটিনে।

এদিকে, চলতি সপ্তাহের মাঝামাঝি সারাদেশে শীত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কমবে বলা হয়েছে শনিবারের আবহাওয়া অধিদফতরের বার্তায়।

পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।