- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সাবান ব্যবহারে গোপনাঙ্গে সংক্রমণ বাড়ে নাকি কমে!

আমাদের চারপাশে বর্ষাকালে বিভিন্ন ভাইরাস ও জীবাণুর প্রকোপ বেড়ে যায়। এর জেরে একদিকে যেমন পানিবাহিত নানা রোগ বেড়ে যায়, তেমনই বাড়তে থাকে গোপনাঙ্গের রোগ। এইসব রোগ মোকাবিলা করতে হলে কিছু কিছু নিয়মও তাই মেনে চলা জরুরি।

বর্ষাকালে সাবানের ব্যবহার জরুরি?

বর্ষায় এমনিই পানিবাহিত রোগের ঝুঁকি বেড়ে যায়। তার উপর বিভিন্ন জায়গায় জমে থাকা পানিের জেরে ভোগান্তি চরমে পৌঁছায়। এই অবস্থায় শরীর সুস্থ রাখতে হলে পরিচ্ছন্ন তো থাকতেই হয়। কিন্তু পরিচ্ছন্নতা বজায় রাখতে গিয়ে অনেকেই রোজ সাবান ব্যবহার করেন। রোজ সাবান ব্যবহার করা কি আদৌ জরুরি?

চিকিৎসক জানাচ্ছেন, বর্ষাকালে সাবান ব্যবহারের ক্ষেত্রে একটু সাবধানী হওয়া দরকার। সাবানে সাধারণত তীব্র ক্ষার থাকে। এই ক্ষার ত্বকের পিএইচ লেভেল এদিক ওদিক করে দেয়। আর ত্বকের পিএইচ লেভেল ঠিক না থাকলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়বেই।

গোপনাঙ্গের সংক্রমণ এড়ানোর উপায়: গোপনাঙ্গের সংক্রমণ এড়াতে হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সাবান ব্যবহার নিয়ে ভুল ধারণাগুলোও কাটিয়ে ওঠা জরুরি। তীব্র ক্ষারের সাবান মানেই ত্বক বেশি পরিষ্কার থাকবে, তা কিন্তু নয়। বরং এতে ত্বকের ক্ষতি। তাই গোপনাঙ্গের ক্ষেত্রেও সীমিত সাবানের ব্যবহার করাই ভালো। পাশাপাশি, সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশেষ ধরনের সাবান ব্যবহার করাই ভালো।

বর্ষায় তীব্র ক্ষারের সাবান ব্যবহার না করাই ভালো বলে জানাচ্ছেন চিকিৎসক। সূত্র- হিন্দুস্তান টাইমস