- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সাকিব এখনও দলে অপরিহার্য: পাইলট

কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনের তোপের মুখে পড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো বিপদে আছেন সাকিব আল হাসান।

সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসন থেকে সংসদ নির্বাচন করে এমপি হন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। গ্রেফতার এড়াতে তিনি দেশে ফিরছেন না। যে কারণে গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব।

জাতীয় দলে না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে দারুণ পারফর্ম করে যাচ্ছেন সাকিব। গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখাচ্ছেন এক সময়ের এই বিশ্ব সেরা অলরাউন্ডার।

সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরার দাবিতে সরব হলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে একদিন আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন-‘সাকিব এখনও দলে অপরিহার্য, ‘রাজনৈতিক ব্যাপারগুলো না থাকলে একজন প্লেয়ার হিসেবে সাকিবের বিকল্প এখনও আমাদের দলে নেই। সাকিবের ৪ ওভার প্রতিপক্ষের জন্য চাপ, সঙ্গে উপরে ব্যাট করতে পারে। মাল্টিস্কিল প্লেয়ার হিসেবে সে অনন্য। সে এখনও অপরিহার্য, সেটা জিএসএলে প্রমাণও করেছে।’

শুধু অলরাউন্ড দক্ষতা নয়, দলের ভেতরে নেতৃত্বের সংকট মেটাতেও সাকিবের প্রয়োজনীয়তা তুলে ধরেন পাইলট বলেন, ‘বোর্ডের উচিত তাকে যত দ্রুত দলে নেওয়া যায়। একটা লিডারশিপ দরকার। সিনিয়র থাকলে সবাই তাকে ফলো করে। যেমনটা মাশরাফি অধিনায়ক থাকা অবস্থায় হয়েছে। সাকিব দলে আসলে দলের চেহারা বদলে যাবে।’

সাকিবের বিকল্প তৈরি না হওয়া নিয়ে শুধু প্লেয়ার নয়, কোচিং কাঠামোকেও দায়ী করেন সাবেক এই উইকেটকিপার, ‘রিশাদ, তানজিমদের ভালো ব্যাটিং স্কিল আছে। শরিফুলকে এক ওভারে ১৮ রান নিতে দেখেছি। কিন্তু তারা এখনও নিচে ব্যাট করে। বিশ্বের অনেক দলে পেছনের ব্যাটারদের অলরাউন্ডার বানানো হয়। আমাদের দেশে ম্যানেজমেন্টের সেই প্রজেক্ট দেখি না।’