- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সাকিবের নিরাপত্তা ব্যবস্থায় বিসিবিাকে সাবেকদের সাধুবাদ

সাবেক ক্রিকেটাররা সাকিব আল হাসানের নিরাপত্তায় বিসিবির নেয়া বিশেষ ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন । তবে, সাকিব ছাড়া অন্যান্য তারকা ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিয়েও ভাবা উচিত বলে মত তাদের।

নিরাপত্তারক্ষী নিয়ে মাঠের মধ্যে কোন ক্রিকেটারকে হাঁটতে হবে, কেউ কি কোনদিন ভাবতে পেরেছিলো? কিন্তু, এটাই এখন বাস্তবতা।

নিষেধাজ্ঞা কাটিয়ে দেশে ফেরার পর থেকেই আবারো নানা কারণে আলোচনায় সাকিব আল হাসান। কিন্তু, সবকিছু ছাপিয়ে শিরোনামে উঠে এসেছে সাকিবকে হত্যার হুমকি দেয়ার ভিডিও। তারপরই নড়েচড়ে বসেছে ক্রিকেট বোর্ড। সাকিবের নিরাপত্তায় দেয়া হয়েছে গানম্যান। আর এ বিষয়টিকে বাস্তবসম্মত এবং ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক ক্রিকেটাররা।

সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ বলেন, ‘বিসিবিকে সাধুবাদ জানাই এরকম একটা সিদ্ধান্তের জন্য। নিরাপত্তার বিষয়টিকে কোনভাবেই হালকা করে দেখার উপায় নেই। এ পরিস্থিতিতে তারা যাতে চিন্তামুক্ত হয়ে খেলায় মনোনিবেশ করতে পারে, সেজন্য এরকম সিদ্ধান্ত খুবই ইতিবাচক।’

এদিকে, শুধু সাকিবকে নিয়ে ভাবলেই হবে না। সাবেকদের মতে, তারকা ক্রিকেটাররা সবাই দেশের সম্পদ। তাদের নিরাপত্তার বিষয়টিও আলাদাভাবে নজরে আনা উচিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

আরেক সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল বলেন, শুধু সাকিব নয় আমাদের সব ক্রিকেটাররাই দেশের সম্পদ। তারা দেশকে রিপ্রেজেন্ট করে। তাই তাদের সবার নিরাপত্তার বিষয়টিও কর্তৃপক্ষের মাথায় রাখা উচিত।

তবে, বর্তমান সামাজিক পরিস্থিতিতে, যতই নিরাপত্তা জোরদার করা হোক না কেন ক্রিকেটারদের ব্যক্তিগত উদ্যোগেই সচেতন হওয়ার পরামর্শ সবার।