- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সাউথ ক্যরোলাইনা উপকূলে দুর্ঘটনায় মার্কিন মেরিন সেনা নিহত, নিখোঁজ ৮

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সাউথ ক্যারোলাইনা উপকূলে অবস্থিত একটি দ্বীপে এক দুর্ঘটনায় একজন মার্কিন মেরিন সেনা নিহত ও আটজন নিখোঁজ হয়েছে। সামরিক বাহিনীর মালিকানাধীন এ দ্বীপের কাছে মার্কিন মেরিন সেনাদের একটি উভচর যান ডুবে গেলে ওই সেনা মারা যায়। উভচর যানটিতে ১৫ জন সেনা ছিল। পার্সটুডে।

ক্যাম্প পেন্ডলেটন মেরিন কোরের মুখপাত্র লেফটেন্যান্ট ক্যামেরন এইচ এডিনবার্গ জানান, মেরিন সেনাদের নিয়ে উভচর যানটি স্যান ক্লেমেন্ত থেকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত নৌবাহিনীর একটি জাহাজে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।

মার্কিন সামরিক বাহিনীর জাহাজ, ছোট বোট এবং হেলিকপ্টার নিয়ে নিখোঁজ সেনাদের জন্য গতকাল (শুক্রবার) উদ্ধার অভিযান চালানো হয়। তবে সমুদ্রে প্রবল বাতাসের কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়। ইউনিট কমান্ডিং অফিসার কর্নেল ক্রিকস্টোফার ব্রোনজি এ দুর্ঘটনার কারণে গভীর শোক প্রকাশ করেন এবং নিখোঁজ সেনা ও তাদের পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

মার্কিন নৌবাহিনীর মালিকানাধীন ওই দ্বীপটি সান দিয়াগো থেকে ৭০ মাইল দূরে অবস্থিত।