- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সহজেই উকুন থেকে নিস্তার

আমরা সবাই মাথায় উকুনের সমস্যায় কম-বেশি ভুগে থাকি। তাই বিরক্তিকর এই উকুনের হাত থেকে কোনোভাবেই যেন মুক্তি মিলে না। অপরিষ্কার চুলই উকুন সৃষ্টির মূল কারণ।

মাথায় উকুন আসার পর ৭ থেকে ১০ দিনের মধ্যে ডিম পাড়ে। এরপর ১০ দিন সময় লাগে উকুন বড় হতে। একসঙ্গে ডিম থেকে উকুন হওয়ার কারণে অনেক দ্রুত চুলে উকুন ছড়িয়ে পড়ে।

অনেকেই উকুননাশক প্রসাধনী ব্যবহার করলেও তা কাজ দেয় না। উকুন বারবার ফিরে আসে। তাছাড়া এসব প্রসাধনীতে নানা ধরনের রাসায়নিক দ্রব্য থাকার কারণে চুলেরও মারাত্মক ক্ষতি হয়। তাই ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতে। মাত্র একটি পাতার ব্যবহারে নিমিষেই উকুনের সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন তবে জেন নেয়া যাক সেই উপায়টি-

প্রথমে কিছু ঝাল জাতীয় পান সংগ্রহ করুন। এবার এই পান ও সামান্য পানি ব্লেন্ডারে ব্লেন্ড করে রস করে নিন। এবার গোসলের কিছুক্ষণ আগে পান পাতার রস মাথায় ভালোভাবে লাগিয়ে নিন। দেখবেন কিছুসময় পরই উকুন সব মারা যাচ্ছে। এভাবে ২০ থেকে ৩০ মিনিট রেখে চুল ভালোভাবে শ্যম্পু করে নিন। ব্যস, এই পদ্ধতিতে সহজেই উকুন থেকে নিস্তার মিলবে।