- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সপ্তাহব্যাপী গণভোট শুরু রাশিয়ায়; পাসের সম্ভাবনা পুতিনের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক:  সংবিধান সংশোধনের প্রস্তাবের ওপর ভোট গ্রহণ শুরু হয়েছে, বিশ্বের সর্ববৃহৎ রাষ্ট্র রাশিয়ায় । টানা এক সপ্তাহ ধরে ভোট গ্রহণ চলবে। পার্সটুডে।

রুশ নাগরিকেরা এই সংশোধন প্রস্তাব অনুমোদন করলে আরো দু’টি প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আনুষ্ঠানিকভাবে আগামী ১ জুলাই এই ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও করোনাভাইরাসের মহামারিতে ভিড় এড়াতে এক সপ্তাহ আগেই ভোটকেন্দ্র খুলে দেয়া হয়েছে।

রাশিয়ার বর্তমান সংবিধান অনুযায়ী, এক ব্যক্তি একটানা দুবারের বেশি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন না। রুশ প্রেসিডেন্ট সম্প্রতি দেশের সংবিধান সংশোধনের খসড়ায় স্বাক্ষর করেছেন। সংসদের দুই কক্ষেও তা অনুমোদন লাভ করেছে।

সংশোধনের প্রস্তাবটি এবার গণভোটে অনুমোদন পেলে পুতিন ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সেই সঙ্গে ২০৩০ সালের নির্বাচনেও তার অংশগ্রহণের পথ সুগম হবে। সে ক্ষেত্রে তার ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ খুলে যাবে।

করোনাভাইরাসের সংক্রমন ঠেকাতে দেশের ভোটকেন্দ্রগুলোতে কর্মকর্তারা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে ভোট দিতে পরামর্শ দিচ্ছেন।

তবে সরকার বিরোধীরা সংবিধান সংশোধনের ভোটের বিরোধিতা করেছেন। রাশিয়ায় সরকার বিরোধী নেতা অ্যালেক্সি নাভানলি বলেচেন, গণভোট আয়োজনের মাধ্যমে সরকার সংবিধান লঙ্ঘন করছে।

তবে পুতিনের জনপ্রিয়তার কারণে সংবিধান সংশোধনের প্রস্তাবটি অনুমোদন লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।