- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সদরঘাটের লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

ঢাকা:  রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীতে আজ সোমবার একটি যাত্রীবাহী লঞ্চডুবিতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী উদ্ধার কাজের সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে।

বুড়িগঙ্গা নদীতে কেরানীগঞ্জের লালকুঠি ঘাট থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় আরেকটি লঞ্চের ধাক্কায় একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখন পর্যন্ত ৩ শিশু ৬ নারীসহ ৩০ জনের মৃতদেহ উদ্ধার করেছেন।

ডুবে যাওয়া লঞ্চটির নাম মর্নিং বার্ড। ময়ূরী নামে আরেকটি লঞ্চের ধাক্কায় ডুবে যায় মর্নিং বার্ড।

সেখানে এখনো উদ্ধার কাজ চলছে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে যোগ দিয়েছে নৌবাহিনীর ডুবুরি দল ও কোস্টগার্ড। লঞ্চটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ডাকা হয়েছে।