- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সকালে ৩ কাজ করলে নিয়ন্ত্রণে থাকবে প্রেসার

প্রেসার

হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে বাঁচতে ব্লাড প্রেসার বা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা অপরিহার্য। কিছু নিয়ম মেনে চললে প্রেসার নিয়ন্ত্রণ করা সম্ভব। সকালে তিনটি খাবার খেলে সারাদিন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সকালে ৩ কাজ করলে নিয়ন্ত্রণে থাকবে প্রেসার

এক গ্লাস ডাবের পানি পান

রক্তচাপ নিয়ন্ত্রণে এক গ্লাস (প্রায় ১০০ মিলি) ডাবের পানি দিয়ে আপনার দিন শুরু করুন। প্রাকৃতিকভাবে পটাসিয়াম সমৃদ্ধ ডাবের পানি শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এই খনিজ হৃদপিণ্ডের কার্যকারিতায় সহায়তা করে ও রক্তনালীকে শিথিল করে রক্ত ​​প্রবাহ মসৃণ করে।

ম্যাগনেসিয়াম বৃদ্ধি

যারা দ্রুত ফলাফল পেতে চান তারা এক গ্লাস পানিতে এক টেবিল চামচ কুমড়োর বীজ সারারাত ভিজিয়ে রাখুন। সকালে সেই পানি পান করুন ও ভিজিয়ে রাখা বীজ চিবিয়ে খান। কুমড়োর বীজে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে, যা রক্তনালীকে শিথিল করে এবং রক্তনালীর কার্যকারিতা বজায় রাখে।

এই সহজ অভ্যাস সিস্টোলিক এবং ডায়াস্টোলিক রক্তচাপ কমাতে সাহায্য করতে পারে, বিশেষ করে যখন অন্যান্য স্বাস্থ্যকর অভ্যাসের সঙ্গে এটি পালন করা হয়।

কাঁচা রসুনের কোয়া খান

সকালে কাঁচা রসুনের কোয়া খাওয়ার উপকারিতা উপেক্ষা করা কঠিন। রসুনে অ্যালিসিন থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ কার্যকরী ভূমিকা রাখে। সেই সঙ্গে সকালে জবা ফুলের চা পান করতে পারেন।

লাল রঙের এই পানীয় ক্যাফেইনমুক্ত ও অ্যান্থোসায়ানিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যা ধমনীকে শিথিল করতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে থাকে।