- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের পালা

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ওব্রায়েন। তিনি দাবি করেছেন, তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে রিয়াদের জন্য ‘চমৎকার’ সিদ্ধান্ত। পার্সটুডে।

ওব্রায়েন রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে একথা ফাঁস করে দেন যে, শুধু সৌদি আরব নয় মধ্যপ্রাচ্যের আরো বেশ কয়েকটি দেশকে তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য উৎসাহিত করে যাচ্ছে ওয়াশিংটন।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, শিগগিরই আরো দুই বা ততোধিক দেশ ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে।

ওব্রায়েন এমন সময় এসব কথা বললেন যখন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর পাশাপাশি ফিলিস্তিনি সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিনরাত নিরলস প্রচেষ্টার ফলশ্রুতিতে গত বৃহস্পতিবার আরব আমিরাত ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইলের সঙ্গে স্বাভাকিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা ঘোষণা করে।