- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সংগীত পরিচালক আলাউদ্দিন আলী আর নেই

বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার আলাউদ্দিন আলী না ফেরার দেশে চলে গেলেন । রোববার (০৯ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীশ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, আজ বিকেল ৫টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। বর্তমানে ইউনিভার্সেল মেডিকেলে তার মরদেহ আছে। আইসিইউতে ভর্তি ছিলেন তিনি।

তিনি আরও বলেন, তার পরিবার আছেন। তারা এখনও সিদ্ধান্ত নেননি। পরে জানা যাবে।

উল্লেখ্য, গত শনিবার (৮ আগস্ট) ভোর পৌনে পাঁচটায় আলাউদ্দিন আলীকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টের সমস্যা থাকায় তাকে লাইফ সাপোর্টে নেয়া।