- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

সংকটাপন্ন রোগীর ৬৫ ভাগই ঢাকায়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৪৪ জন। এর ১৯ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। এ পর্যন্ত মারা যাওয়া ৩ হাজার ৫৫৭ জনের মধ্যে ১ হাজার ৭০০ জনেরই মৃত্যু হয়েছে ঢাকায়, যা মোট মৃত্যুর ৪৭ দশমিক ৭৯ শতাংশ। আর বর্তমানে সারা দেশের আইসিইউতে ভর্তি থাকা ৩০৭ সংকটাপন্ন করোনা রোগীর ২০১ জনই ভর্তি আছেন ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে, যা মোট সংকটাপন্ন রোগীর ৬৫ শতাংশের বেশি। এ ছাড়া গত এক দিনে দেশে আরও ২ হাজার ৬১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী সারা দেশে মোট আইসিইউ শয্যা আছে ৫৪৩টি। এর ৩০৭টিতে করোনা রোগী ভর্তি আছেন। ঢাকা মহানগরীতে ভর্তি আছেন ২০১ জন, খালি আছে ১০৪টি শয্যা; ঢাকা ছাড়া দেশের বাকি সব হাসপাতালে ভর্তি আছেন ১০৬ জন, খালি আছে ১৩২টি শয্যা। আইসিইউতে ভর্তি মোট সংকটাপন্ন রোগীর ৬৫ দশমিক ৪৭ শতাংশই ভর্তি ঢাকা মহানগরীতে, বাকি ৩৪ দশমিক ৫৩ শতাংশ রোগী ভর্তি দেশের অন্যান্য হাসপাতালে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে ভর্তি আছেন ১৩ জন, দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন ৯৩ জন। এদিকে গত এক দিনে দেশে ১৩ হাজার ১৬২টি নমুনা পরীক্ষা করে আরও ২ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন। এক দিনে ৪৪ জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫৫৭-এ। গত এক দিনে যারা মারা গেছেন তার ৩১ জন পুরুষ ও ১৩ জন নারী। ৪১ জন হাসপাতালে, তিনজন বাড়িতে মারা গেছেন। মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব ২৫, পঞ্চাশোর্ধ্ব ১১, চল্লিশোর্ধ্ব সাত, ত্রিশোর্ধ্ব একজন। এর মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের, ছয়জন চট্টগ্রাম, তিনজন রাজশাহী, সাতজন খুলনা, তিনজন বরিশাল, চারজন সিলেট ও দুজন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। ময়মনসিংহ বিভাগে কেউ মারা যাননি। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের ২ হাজার ৮১৩ জন পুরুষ ও ৭৪৪ জন নারী। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৭৮২ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৮৭১-এ। দেশে এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৮৮ শতাংশ, এ পর্যন্ত গড় শনাক্তের হার ২০ দশমিক ৪৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদফতর।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য-

সাতক্ষীরা : গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় নতুন করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫৫-এ। মোট সুস্থ হয়েছেন ৬২৩ জন।
গাজীপুর : গত ২৪ ঘণ্টায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬১-তে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫৭ জন। মারা গেছেন ৫৮ জন।

দিনাজপুর : গত ২৪ ঘণ্টায় নার্সসহ ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৯০-এ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৫৭০ জন। মারা গেছেন ৪৩ জন।

বগুড়া : এক দিনে আরও ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৫-এ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৮৭ জন।

কুমিল্লা : বুড়িচং থানার ওসি মোজাম্মেল হকসহ এক দিনে বুড়িচংয়ে নয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বুড়িচংয়ে ২৭০ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ২২৯ জন সুস্থ হয়েছেন। করোনায় বুড়িচংয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ছয়জন মারা গেছেন। এ হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ৩৪১ জন।

রাজশাহী বিভাগ : রাজশাহী ও নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে রাজশাহী বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৪-এ। বিভাগের মধ্যে সর্বোচ্চ ১২২ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহী জেলায় ৩১, চাঁপাইনবাবগঞ্জে ১০, নওগাঁয় ১৫, নাটোরে দুই, জয়পুরহাটে চারজন, সিরাজগঞ্জে ১১ ও পাবনায় নয়জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৭৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বগুড়ায় ৬৭, রাজশাহীতে ৭৭, চাঁপাইনবাবগঞ্জে ১৯, নওগাঁয় ২৪, নাটোরে ৩৮, জয়পুরহাটের ১০, সিরাজগঞ্জে ২৫ ও পাবনায় ১৬ জন। রাজশাহী বিভাগে এখন মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৯৯৮।