২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি মারা যান দুবাইয়ে বলিউডের ‘মিস হাওয়া হাওয়াই’ শ্রীদেবী। দুবাইয়ের যে হোটেলে তিনি থাকতেন সেই রুমের বাথটাবে খুব রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। যে রহস্য আজও অজানা।
শ্রীদেবীর মৃত্যু সবাইকে অবাক করে। তবে তার মারা যাওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও সেই রাতে দুবাইয়ের ওই হোটেলে কী ঘটেছিল সেই প্রশ্নের উত্তর আরও পাওয়া যায়নি।
পারিবারিক বিয়েতে যোগ দিতে শ্রীদেবী দুবাই গিয়েছিলেন। পরে সেখানেই তার রহস্যজনক মৃত্যু হয়। শ্রীদেবীর মৃত্যুর পর তৎপর হয়ে ওঠে দুবাই পুলিশ। শুরু হয় মামলার তদন্ত। তবে আজও কোনো সুরাহা হয়নি।
সম্প্রতি, উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রীদেবীর আকস্মিক মৃত্যুতে ২০০ কোটি টাকা পেয়েছিলেন প্রয়াত অভিনেত্রীর পরিবার। তাই হয়ত আগে থেকেই পরিকল্পিত ছিল তার মৃত্যু। যদিও এই তথ্যের প্রমাণ মেলেনি।