সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে দিনমজুর লোকজন ঘর থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছেন না তারা। ফলে পরিববার-পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। তারা দ্রুত সরকারি-বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

এদিকে বিভিন্ন জায়গায় খরকুটো জ্বালিয়ে অনেকেই শীত নিবারণের চেষ্ঠা করছেন।

সোমবার (২১ ডিসেম্বর) ভোরে কুয়াশা থাকার কারণে পঞ্চগড়ের বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহানগুলোকে চলাচল করতে দেখো গেছে। সকালে রোদ উঠলেও রয়েছে শীতের তীব্রতা।

পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে এবং বেশ কয়েক দিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রোববার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস।