- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

শেয়ারবাজারে ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

করোনাভাইরাসের মহামারীতে দেশের শেয়ারবাজারে লেনদেনের নাকাল অবস্থা। এরমধ্যে ফ্লোর প্রাইস বেঁধে দেওয়ায় লেনদেনে আরও স্থবিরতা চলে এসেছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) গতকাল লেনদেন ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে।

জানা গেছে, গতকাল ডিএসইতে মাত্র ৩৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ১৩ বছর ২ মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৭ সালের ২৩ এপ্রিলের পর সবচেয়ে কম লেনদেন। এর আগে গত ৪ জুন ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল মাত্র ৪২ কোটি ৯৭ লাখ টাকা। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬৩ পয়েন্টে। ডিএসইতে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির, কমেছে ১৪টির এবং ২১৪টির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫১ পয়েন্টে। সিএসইতে ৯১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮টির দর বেড়েছে, কমেছে ৯টির আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন