- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

শেষবারের মতো বড়পর্দায় প্রয়াত ইরফানের ছবি

বলিউডের প্রয়াত অভিনেতা ইরফান খান অভিনীত আন্তর্জাতিক সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’ ২০২১ সালে মুক্তি পেতে যাচ্ছে এবং এটির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে সোমবার (২৮ ডিসেম্বর)। যদিও প্রায় পাঁচ বছর আগে ছবিটির শুটিং হয়েছিলো ।

মূলত প্রবাসী পরিচালক অনুপ সিংয়ের তৈরি এই ছবিতে দেখা যাবে রাজস্থানের প্রেক্ষাপটে বর্ণিত এক ‘স্করপিয়ান’ সংগীতশিল্পীর কাহিনি। ছবিটিতে একজন উট ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান খান।

এছাড়াও সিনেমাতে আরো অভিনয় করেছেন ইরানি অভিনেত্রী গোলশিফতে ফারহানি। ইতোপূর্বে ‘কিসসা’ নামক সিনেমায় অনুপের সঙ্গে কাজ করেছিলেন ইরফান।

২০১৫ সালে ‘দ্য সং অব স্করপিয়নস’ সিনেমাটির শুটিং করেছিলেন ইরফান। ২০১৭ সালে যেটি সুইজারল্যান্ডের লোকার্নো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে। এবার শিগগির ভারতে মুক্তি পাবে সিনেমাটি।

দীর্ঘদিন মরণব্যাধী ক্যানসারের সাথে লড়াই করে চলতি বছরের ২৯ এপ্রিল সকল ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে চলে যান বলিউডের শক্তিশালী এই অভিনেতা।

মৃত্যুর আগে ইরফান খান অভিনীত শেষ সিনেমা ছিল ‘আংরেজি মিডিয়াম’। আর এবার মুক্তি পেতে যাচ্ছে আন্তর্জাতিক সিনেমা ‘দ্য সং অব স্করপিয়নস’।