- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

শুধু প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিযোগিতা

সরকার করোনাকালীন বাজেট দিতে ‘ব্যর্থ’ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি বলেন, ২০২০-২০২১ সালের প্রস্তাবিত বাজেট হয়েছে পুরোপুুরি গতানুগতিক। এখানে শুধু প্রবৃদ্ধি বাড়ানোর প্রতিযোগিতা করা হয়েছে। কিন্তু প্রাণঘাতী করোনাময় পরিস্থিতিতে এটা বাংলাদেশের বাজেট হয়নি। বিশেষ করে স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ না বাড়িয়ে সরকার প্রমাণ করেছে তারা করোনা পরিস্থিতি এখনো উপলব্ধিই করতে পারেনি। সাবেক এই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিদিনকে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় আরও বলেন, এই বাজেট স্বাভাবিক বাজেট হবে না- এটা সবাই প্রত্যাশা করেছিল। বিশেষ দুর্যোগকালীন বাজেট হবে- এটাই অর্থনীতিবিদরা মনে করেন। কিন্তু সরকার যে বাজেট দিয়েছে তা গতানুগতিকের বাইরে যায়নি। স্বাস্থ্য খাতে বিশেষভাবে নজর দেয়নি। আমরা মনে করি, প্রবৃদ্ধিও ৫-৬ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ করা উচিত ছিল। সাবেক এই স্পিকার বলেন, বর্তমানে স্বাস্থ্য খাত ভঙ্গুরপ্রায়।

করোনায় আক্রান্ত সাধারণ রোগীদের কোনো চিকিৎসা নেই। সরকারি দলের নেতা হলে তাদের শুধু ভিআইপি মর্যাদায় চিকিৎসা হয়। আর সাধারণ মানুষ হলে তারা হাসপাতাল ঘুরে ঘুরে রাস্তায় মারা যাচ্ছেন। স্বাস্থ্য খাতের আমূল সংস্কার প্রয়োজন। এ খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা দূর করতে হবে। করোনা চিকিৎসায় পরীক্ষা আরও বাড়াতে হবে। সারা দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে হবে।