- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

শাহরুখ খানের সিনেমার শুটিং দৃশ্য ফাঁস

বলিউড বাদশা শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ এর শুটিং দৃশ্যের ভিডিও নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সেখানে দেখা যায় চলমান গাড়ির ওপর মারপিট করছেন তিনি।

জানা যায়, ফাঁস হওয়া এই দৃশ্যের শুটিং হয়েছে দুবাইয়ে। সেখানকার বুর্জ খলিফাসহ একাধিক স্থানে সিনেমাটির অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। এই সিনেমায় শাহরুখের সঙ্গে পর্দা শেয়ার করবেন বলিউডের ভাইজান সালমান খান।

প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমায় গোয়েন্দার ভূমিকায় হাজির হবেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। প্রধান খলনায়কের ভূমিকায় আছেন জন আব্রাহাম। যশরাজ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সিনেমাটি প্রসঙ্গে এখনও কোনও ঘোষণা না এলেও শোনা যায় ২০২২ সালের শুরুতে প্রেক্ষাগৃহে আসবে ‘পাঠান’।