- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

শাহরুখ-অজয়কে নিয়ে যা বললেন কাজল

বলিউড অভিনেত্রী কাজল ও অভিনেতা অজয় দেবগন সুখী দম্পতি বলে ইন্ডাস্ট্রির সবাই জানেন। অভিনেত্রীর সঙ্গে শাহরুখ খানের সঙ্গেও সম্পর্ক ভালো। কিন্তু স্বামী অজয় দেবগনের সঙ্গে মোটেই ভালো সম্পর্ক নয় শাহরুখের—এমন একটি গুঞ্জন রয়েছে বলিপাড়ায়।

যদিও অভিনেত্রী কাজল একাধিক ছবিতে জুটি বেঁধেছেন বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। তাদের রসায়ন দেখে একটা প্রজন্ম প্রেমের ভাষা খুঁজে পেয়েছিল। কোনো কথা না বলেও চোখে চোখ রেখে কীভাবে প্রেম প্রকাশ করতে হয়, শিখিয়েছিল শাহরুখ-কাজল জুটি।

শুধু পর্দায় নয়, বাস্তবেও তাদের রসায়ন চর্চায় উঠেছে বারবার। কাজলের সঙ্গে সুসম্পর্ক থাকলেও তার স্বামী অজয় দেবগনের সঙ্গে নাকি মোটেই ভালো সম্পর্ক নেই শাহরুখের। এমন গুঞ্জনে অবশ্য সরাসরি জবাব দিয়েছিলেন কাজল।

এর আগে ২০১৫ সালে ‘দিলওয়ালে’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত শাহরুখ ও কাজল। সেই সময়ে কাজল এ গুঞ্জন নিয়ে স্পষ্ট বলেছিলেন— একটা বিষয় আমি পরিষ্কার করে দিতে চাই। হ্যাঁ, ওরা (শাহরুখ ও অজয়) হয়তো বন্ধু নয়। পার্টিতে ওদের একসঙ্গে মদপান করতে দেখা যায় না। ওরা একসঙ্গে কোনো ছবিতে কাজ করেনি। ওদের সেভাবে দেখাসাক্ষাৎ হয় না। ওরা দেখা হলেই করমর্দন করে না। এগুলো সবই ঠিক। কিন্তু এর অর্থ এই নয় ওরা পরস্পরের শত্রু। এটি মোটেও ভাবা ঠিক নয়।

এদিকে ‘দিলওয়ালে’ ছবিতে অভিনয় করতে মোটেই প্রস্তুত ছিলেন না কাজল। কারণ সেই সময় অজয়ও খুব ব্যস্ত ছিলেন। বাড়িতে সন্তানদের দেখাশোনার কারণে রাজি হচ্ছিলেন না কাজল। কিন্তু অজয় নিজেই অভিনেত্রীকে এ ছবিতে কাজ করতে বলেছিলেন।

কাজল বলেন, অজয় বলেছিল— ও ওর কাজের সময় আমার কাজের সঙ্গে মানিয়ে নেবে। আমার যেদিন কাজ থাকবে, ও সেদিন বাড়িতে সন্তানদের সঙ্গে থাকবে। এর থেকেও বোঝা যায়, দুজনের মধ্যে কোনো খারাপ সম্পর্ক নেই।