- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

লোটন একরামকে ডিবিসির সম্পাদক হিসেবে নিয়োগ


লোটন একরামকে সম্পাদক হিসেবে সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের যোগ দিয়েছেন। রোববার (৩ নভেম্বর) বিকেলে সংবাদমাধ্যমটির সম্পাদক পদে যোগ দেন তিনি।

এর আগে তিনি সমকালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে এই পদে দায়িত্ব পালন করেছেন সাংবাদিক জায়েদুল হাসান পিন্টু।

দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা ক্যারিয়ারে আড়াই দশকই বিএনপি বিটে কাজ করেছেন লোটন একরাম। সমকাল ছাড়াও যুগান্তর এবং আজকের কাগজ পত্রিকায় অনেক সাড়া জাগানো রাজনৈতিক প্রতিবেদন করেছেন তিনি।

প্রখ্যাত সাংবাদিক প্রয়াত আবদুস সালাম লোটন একরামের দাদা। তিনি স্বাধীনতার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

আব্দুস সালাম দেশের প্রথম ইংরেজি পত্রিকা পাকিস্তান অবজারভারের প্রথম সম্পাদক ছিলেন। প্রয়াত কীর্তিমান সাংবাদিক এবিএম মূসা লোটন একরামের আপন ফুফা।

এরআগে, সরকার পতনের পর অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল হওয়া সাংবাদিকরা হলেন- প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের সাবেক ডিজি জাফর ওয়াজেদ, নয়াদিল্লির সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল হক ও বিশেষ প্রতিনিধি ফারজানা রুপা, ওমেননিউজ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক ফরিদা ইয়াসমিন, দি ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, এবিনিউজ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাস চন্দ্র সিংহ রায়, ফ্রিল্যান্স সাংবাদিক সৈয়দ বোরহান কবীর, এটিএন নিউজের প্রধান বার্তা সম্পাদক মুন্নী সাহা, আমাদের সময় ডটকমের প্রধান সম্পাদক নাঈমুল ইসলাম খান, দৈনিক বাংলার বিশেষ প্রতিনিধি ফরাজী আজমল হোসেন, একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদ, দৈনিক ঢাকা টাইমসের সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ফ্রিল্যান্স সাংবাদিক মিথিলা ফারজানা, বৈশাখী টিভির বার্তা প্রধান অশোক চৌধুরী ও ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা।