- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

লেবাননে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ১০০ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় চার হাজারের বেশি মানুষ। এমনটিই জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান।

মঙ্গলবার (৪আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় এ বিস্ফোরণ হয় এবং এর প্রচণ্ডতায় পুরো বৈরুত শহর কেঁপে ওঠে। বিস্ফোরণে সেন্ট্রাল বৈরুতের আকাশ ধোঁয়ার কুন্ডুলিতে ছেয়ে যায়। অনেক ভবন ধসে গেছে। বিস্ফোরণের পর হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড়ের কথা জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। দমকল কর্মীরা আগুন নেভাতে হিমশিম খাচ্ছে।

লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রধান জানিয়েছেন, বিস্ফোরণটি এমন একটি অঞ্চলে ঘটেছে, যেখানে উচ্চশক্তির বিস্ফোরক সামগ্রী ছিল। বিস্ফোরণের আগে বন্দরের কাছে আতশবাজির একটি গুদামে আগুন লেগেছিল বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বিস্ফোরণের কারণ জানা না গেলেও, ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে মানুষের চিৎকার ও ছুটোছুটি করতে দেখা যায়। বাড়িঘরের জানালার কাচ ও বেলকনি ভেঙেও অনেকে আহত হন।

অসমর্থিত খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী সা’দ হারিরির বাড়ির কাছে দ্বিতীয়দফা বিস্ফোরণ ঘটেছে তবে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি জানিয়েছে, সা’দ হারিরি অক্ষত আছেন।

লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে আল জাজিরা জানিয়েছে, বন্দরের রাসায়নিকের গুদাম থেকে ওই বিস্ফোরণ ঘটেছে। আমেরিকা বলেছে, তারা বিস্ফোরণের ঘটনা জানে এবং ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।