ম্যানচেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে লিভারপুলকে ৪-১ গোলে হারিয়েছে এবং এর মধ্য দিয়ে শীর্ষস্থান মজবুত করলো সিটিজেনরা।

রোববার ৩৭ মিনিটে পেনাল্টি পেয়েও মিস করেন ম্যানসিটির মিডফিল্ডার ইলকায় গুনডোয়ান। প্রথমার্ধে গোলশূণ্য ছিল দুই দলই।

তবে বিরতি থেকে ফিরে ম্যানচেস্টারকে এগিয়ে দেন জার্মান তারকা গুনডোয়ানই। ৪৯ মিনিটে গোল তুলেন তিনি।

৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে সমতায় ফেরান মোহাম্মদ সালাহ। দুই দলের সমানে সমান লড়াইয়ের ম্যাচটা রং বদলালো হঠাৎ করে।

তিন মিনিটের ব্যবধানে দুই গোলে করে বসে ম্যান সিটি। ৭৩ মিনিটে গুনডোয়ান ও ৭৬ মিনিটে রহিম স্টারলিংয়ের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।

৮৩ মিনিটে আগুনে ঘি ঢালেন ফিল ফোডেন। এই ইংলিশ মিডফিল্ডরের নিশানাভেদে বড় জয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওয়ালার দল।

এই জয়ে ৫০ পয়েন্ট নিয়ে টেবিল টপার ম্যান সিটি। দুই ম্যাচ বেশি খেলা ম্যান ইউ ৪৩ পয়েন্ট নিয়ে রয়েছে দুই নম্বরে। ২৩ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল।