- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

লবণ দেবে চিরস্থায়ী খুশকি থেকে মুক্তি!

আমার খুশকির সমস্যায় কম-বেশি সবাই ভুগে থাকেন। দেখা যায়, নানা রকম পদ্ধতি অবলম্বন করেও এর থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে খুশকি চলে গেলেও আবার ফিরে আসে। তবে আপনি বার বার খুশকির এই ফিরে আসা ঠেকাতে পারেন ঘরে বসেই।
আশ্চর্য হলেও সত্যি যে, লবণ খুশকি নির্মূলে খুবই উপকারী। প্রতিদিনের রান্নায় ব্যবহার করা লবণ ব্যবহারে খুশকির বার বার ফিরে আসাও বন্ধ হবে। চলুন তবে জেনে নেয়া যাক খুশকি থেকে মুক্তি পেতে লবণ ব্যবহারের পদ্ধতিটি-

প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে লবণ খুশকি দূর করতে দারুণ কাজ করে। সামান্য পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিন। পানির সঙ্গে লবণ মিশে গেলে তা চুলে হালকা ম্যাসাজ করে ব্যবহার করুন। তারপর কিছুক্ষণ রেখে ভালোভাবে শ্যাম্পু করে ধুয়ে নিন। চুলকাতে থাকা খুশকি ভরা মাথায় লবণ-চিকিৎসা আপনাকে দারুণ প্রশান্তি দেবে। সঙ্গে খুশকি থেকেও মুক্তি দেবে।