- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের কাজ কতটুকু আগালো? কিছু দাবি

প্রতিবাদী: ইতিহাসের জঘন্যতম ডিক্টেটর হাসিনার জঞ্জাল আর তার ইয়াজুজ-মাজুজদের পরিস্কার করতে একটু সময় লাগবেই!

আমিও কয়েকটি বিষয়ে আলোকপাত করে রাখি।

(১) বাংলাদেশের ওপর মার্কিন-ব্রিটেন-ভারতের সকল প্রভাব ও হস্তক্ষেপ বন্ধ করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ভারত ও অন্যান্য সাম্রাজ্যবাদী রাষ্ট্রের সাথে জলে-স্থলে সকল কৌশলগত চুক্তি (যেমন, ট্রানজিট, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটিজি সংশ্লিষ্ট ইত্যাদি) এবং সামরিক চুক্তিসমূহ বাতিল করতে হবে।

(২) ক্ষমতাসীন হওয়ার পর পরই ২০০৯ সালের ফেব্রুয়ারি ভারতের স্বার্থে পিলখানায় মেধাবী সামরিক অফিসারদেরকে হত্যার মধ্য দিয়ে হাসিনা সরকার দেশের সামরিক বাহিনীকে দুর্বল করার যে ষড়যন্ত্র করেছিল, ভারতীয় মদদপুষ্ট সেই ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে।

(৩) যালিম হাসিন ও তার যুলুমের সহযোগিতাকারী এমপি-মন্ত্রীসহ আমলা, নিরাপত্তাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও বিচারকদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

(৪) দমনমূলক সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, সাংবাদিকদের কণ্ঠরোধ করার সাইবার নিরাপত্তা আইনসহ দমন-নিপীড়নমূলক আইনসমূহকে এই বাতিল করতে হবে। একই সাথে বিগত ১৫ বছরে হাসিনা সরকারের যুলুম-অত্যাচারের শিকার সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

(৫) পৃথিবীর কোনো রাষ্ট্র আইএমএফ ও বিশ্বব্যাংকের নীতি অনুসরণ করে স্বনির্ভরতা অর্জন করতে পারে নাই। বরং চরম দরিদ্র রাষ্ট্রে পরিণত হয়েছে। এই অবস্থায় দেশের অর্থনীতিতে আইএমএফ ও বিশ্বব্যাংকের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

(৬) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দাবি ছিলো দেশ থেকে সকল বৈষম্য দূর করা। কারণ, একদিকে একটি লুটেরা পুঁজিপতি শ্রেণি তৈরী হয়েছে, অন্যদিকে বৃহত্তর জনগোষ্ঠী মৌলিক চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। প্রকৃতপক্ষে, বর্তমান পুঁজিবাদী ব্যবস্থা একটি বৈষম্যমূলক ব্যবস্থা যেখানে “বিশ্বের ১% ব্যক্তি ৯৯% সম্পদের মালিক”। তাই রাষ্ট্রের অর্থনীতি থেকে পুঁজিবাদী নীতিমালা উচ্ছেদ করতে হবে।

দেশি-বিদেশী পুঁজিপতিদের স্বার্থে অনুৎপাদনশীল ও অপরিকল্পিত মেগাপ্রকল্পসমূহ বাতিল করে প্রয়োজনীয় ও উৎপাদনশীল এমন প্রকল্প হাতে নিতে হবে যার মাধ্যমে জনগণের জীবনযাত্রা উন্নত ও আরামদায়ক হবে।

” .. যাতে ধন-সম্পদ তোমাদের মধ্যকার বিত্তশালীদের মাঝেই কেবল আবর্তিত না থাকে” [সূরা হাশর: ৭]

(৭) তেল-গ্যাস-বিদ্যুৎ সহ জ্বালানী খাত থেকে দেশি-বিদেশি কোম্পানিসমূহকে উচ্ছেদ করে রাষ্ট্রীয় পরিচালনায় নিয়ে আসতে হবে এবং এগুলো থেকে প্রাপ্ত রাজস্ব জনগণের কল্যাণে ব্যবহার করতে হবে।