- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

রাশিয়ার সামরিক ঘাঁটিতে গোলাগুলিতে ৩ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ভোরোনেঝ শহরের একটি সামরিক ঘাঁটিতে এক সেনার গুলিতে তার তিন সহকর্মী নিহত হয়েছেন। পার্সটুডে।

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় সামরিক অঞ্চল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ওই হামলার কারণে তিন সেনা মারাত্মকভাবে আহত হয়েছিলেন। আজ (সোমবার) খুব সকালে এই ঘটনা ঘটে এবং হামলাকারী সেনা পালিয়ে যেতে সক্ষম হন।

বিবৃতিতে বলা হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রুশ সামরিক কমান্ড যৌথভাবে ওই সেনাকে আটক করার চেষ্টা করছে।

রাশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র বার্তাসংস্থা স্পুৎনিক-কে জানিয়েছেন যে, হামলাকারী সেনাকে ধরার জন্য ভোরোনেঝ শহরে চিরুনি অভিযান চলছে। এদিকে রাশিয়ার কোন কোন গণমাধ্যম খবর দিয়েছে যে, হামলাকারী সেনাকে ভোরোনেঝ শহরের বাল্টিমোর সামরিক বিমান ঘাঁটিতে আটক রাখা হয়েছে।

প্রাথমিক খবরে বলা হয়েছে, অ্যান্টন মাখারভ নামে ২০ বছর বয়সী ওই সেনা একজন কর্মকর্তার কাছ থেকে রাইফেল কেড়ে নিয়ে তার সহকর্মীদের ওপর গুলি চালায়। এ ঘটনায় সিপাহী এবং সেনা অফিসারদের মধ্যে টানাপোড়েন দেখা দিয়েছে বলে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে একটি সূত্র।