- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

রান্নাঘরে ককটেল বিস্ফোরণে দুই জন রিমান্ডে

রাজধানীর উত্তরায় একটি বায়িং হাউজের রান্নাঘরের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় দুই আসামিকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- ভবনের কেয়ারটেকার হাবিবুল্লাহ ও শিহাব আহমেদ।

শনিবার (৫ নভেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (৪ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা এলাকার পাঁচ নম্বর সেক্টরের ৬/এ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির ২/বি ফ্ল্যাটের রান্নাঘরে ককটেলের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা ককটেল ও ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ উদ্ধার করে। এ ঘটনায় ভবনের কেয়ারটেকার হাবিবুল্লাহ ও শিহাবকে গ্রেপ্তার করে পুলিশ।