রাজবাড়ীর কালুখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলামকে পানিতে চুবিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী মোছা. সাবানা আক্তার মামলা করেছেন। শনিবার মধ্যরাতে কালুখালী থানায় দায়ের হওয়া মামলার আসামিরা হলেন- মাজবাড়ী ইউনিয়নের রফিক (৩৮), ইলিয়াস (৩৪), রাকিব (২২), ইসলাম (৪৮) ও মোসলেম (৩০)। এ ঘটনায় এজহারভুক্ত আসামি রাকিব ও মাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ হোসেনের দুই ছেলে রাসেল ও সোহেলকে আটক করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কালুখালী থানার উপ-পরিদর্শক মো. মনোয়ার হোসেন বলেন, নিহত রবিউলের দুই চোয়ালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে, গতকাল দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, এই ঘটনায় পুলিশ সুষ্ঠু তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার ও প্রতিবেদন দেবে। এ ঘটনায় পুলিশের অবহেলা রয়েছে কিনা সে জন্য রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন শেখকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে পুলিশের ভূমিকা কি ছিল তা নিয়ে প্রতিবেদন দেবে। তাছাড়া পুলিশের ওপর হামলার ঘটনায় যাদের নামে মামলা হয়েছে তাদেরও আইনের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি যেন অযথা হয়রানির শিকার না হন সেদিকে পুলিশ খেয়াল রাখবে যোগ করেন ডিআইজি।

উল্লেখ্য, শনিবার ভোরে রাজবাড়ীর কালুখালী উপজেলার বেতবাড়িয়া গ্রামের ব্যবসায়ী রবিউলকে বাড়ি থেকে তুলে নিয়ে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ ওঠে। হত্যায় কালুখালী থানা পুলিশের অবহেলা ছিল বলে অভিযোগ করে পরিবার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে হামলার শিকার হন পুলিশের বেশ কয়েকজন সদস্য। ঘণ্টাখানেক অবরুদ্ধ করে রাখেন কালুখালী থানা পুলিশকে। সূত্র: বাংলাদেশ প্রতিদিন