- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

রাজধানীর জিরো ‌‌পয়েন্টে ‌‌‌জয় বাংলা স্লোগান, আটক ১

রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় জয় বাংলা স্লোগান দিয়ে মিছিল করার সময় একজনকে আটক করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ৮ থেকে ১০ জনের একটি দল দ্রুত মিছিল করে পালিয়ে যায়।

রোববার (১০ নভেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, উপস্থিত ছাত্র-জনতা ওই ব্যক্তিকে মারধরের চেষ্টা করেন। পরে পুলিশ বাধা দিলে ছাত্রজনতার সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে আটক ব্যক্তিকে পুলিশের বেরিক্যাডের মধ্য দিয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করানো হয়। বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও এ জায়গায় অবস্থান নিয়েছেন।