- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

রাজধানীর নাখাল পাড়ার এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতরা হলেন- আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানা (৩২)।

শুক্রবার সকালে ৮৫ নাখালপাড়ার একটি বাসায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র কার্যালয় থেকে এই দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়। তারা সংস্থাটিতে চাকরি করতেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কামাল উদ্দিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, খবর পেয়ে এক দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আসমত আলীর মরদেহ ঝুলন্ত অবস্থায় ও ফারজানার মরদেহ ঘরের মেঝেতে পাওয়া যায়। মরদেহ দুটি হাসপাতালে পাঠানো হয়েছে।