- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

রাজধানীতে পানিতে ডুবে দুই কলেজ শিক্ষার্থী নিহত


রাজধানীর মুগদার মান্ডার ঝিলে নৌকা ডুবে নাঈমা সুলতানা (১৮) ও মৃদুল হাসান রাব্বি (১৮) নামে দুই কলেজ শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মান্ডার কদমআলী ঝিলে এ ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাইমার চাচা হেলাল উদ্দিন জানান, বিকেলে পাঁচ বন্ধু নৌকায় করে ওই ঝিলে বেড়াতে যায়। এক পর্যায়ে নৌকা ডুবে গেলে তিন বন্ধু সাঁতরে পাড়ে আসতে সক্ষম হয়। অন্য দুইজন পানিতে ডুবে যায়। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেকে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নাঈমা সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। মান্ডার সরদার বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।

এদিকে রাব্বির ফুফু ছবি বেগম জানান, রাব্বি সবুজবাগ সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মান্ডা মধ্যপাড়ার রিপন মিয়ার ছেলে তিনি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ঢামেক মর্গে রাখা আছে।