অনেক ব্যবসায়ী সফল ছবি উপহার দেয়া বলিউড অভিনেতা রণবীর কাপুর নিজেকে তার প্রেমিকার চেয়ে কম মনে করেন। বলিউডে আলিয়ার থেকে প্রায় ৫ বছরের সিনিয়র রণবীর। দীপিকা, ক্যাটরিনাদের সঙ্গে প্রেমের পর শেষ পর্যন্ত আলিয়া ভাটে এসে থিতু হয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে রণবীর বলেছেন, “পুরো লকডাউন জুড়ে আমি যখন শুধু টিভি দেখে কাটিয়েছি, আলিয়া তখন বিভিন্ন ধরনের ক্লাস করে নতুন নতুন জিনিস শিখেছে।”
রণবীর জানিয়েছেন, লকডাউনকে কাজে লাগিয়ে আলিয়া গিটার থেকে চিত্রনাট্য লেখা, প্রায় সব কিছুই শিখে ফেলেছেন। অন্য দিকে তিনি সময় কাটিয়েছেন বই পড়ে। নতুন কিছু শেখা দূরে থাক, এক একদিনে ২-৩টি করে ছবি দেখে ফেলেছিলেন অভিনেতা।
চলতি বছরেই বিয়ে করতে চেয়েছিলেন রণবীর-আলিয়া। কিন্তু করোনার কারণে তা আর হয়ে ওঠেনি। তবে রণবীর জানান, শিগগিরই ভালোবাসার মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চান এই অভিনেতা।