শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত রংপুরে রেকর্ড ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে রংপুর মহানগরের ৩৩টি ওয়ার্ড ও জেলার আট উপজেলার অধিকাংশ এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে যায়।

আবহাওয়া অফিস জানিয়েছেন, ১৪ ঘণ্টায় রংপুরে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা গত ১০০ বছরের রেকর্ড। এতে দেড় লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টিপাত থাকবে আরো দুয়েকদিন।

টানা বৃষ্টিতে নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লায় হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে গেছে। অধিকাংশ বাড়ি-ঘরের ভেতরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে মানুষ। অবিরাম বৃষ্টিতে তলিয়ে গেছে শ্যামা সুন্দরী ও কেডি খাল। ভেঙে পড়েছে নগরীর ড্রেনেজ ব্যবস্থা। নিষ্কাশনের সুযোগ না থাকায় পানিতেই চলছে যাতায়াত। নিচু এলাকার হাজারো পরিবার বাড়িঘর ছেড়ে বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নিয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও ফায়ার সার্ভিস জানিয়েছে, শ্যামা সুন্দরী খাল বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরবাসী পানিবন্দী হয়ে পড়েছে। খালের পানি কমলে ড্রেনেজ ব্যবস্থা সচল হবে।