- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

যে কারণে সারাকে ভয় পেতেন অনন্যা

বলিউডের দুই অভিনেত্রী সারা আলি খান ও অনন্যা পাণ্ডে। তাদের মধ্যে বন্ধুত্বের কথা সবারই জানা। বাল্যকাল থেকে তারা একে অপরের বন্ধু। সম্প্রতি সারার সঙ্গে তার স্কুলের দিনগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন অনন্যা।

তিনি জানান, সারা তার থেকে তিন বছরের সিনিয়র ছিলেন। স্বাস্থ্যগত দিক দিয়েও অনেক মোটা ছিলেন, এখনও আছেন। যে কারণে সারাকে ভয় পেতেন অনন্যা পাণ্ডে!

এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘স্কুল জীবনে অনেক বেশি মুখফোঁড়া ছিলেন সারা। সে যা ইচ্ছা তাই বলত। তাই, আমি ভাবতাম, সে আমার সম্পর্কে কিছু বলবে।’

এ জন্য নাকি সারাকে এড়িয়েও চলতেন কখনও অনন্যা। তার কথায়, ‘যদি সে একটা নির্দিষ্ট সিঁড়ি দিয়ে নেমে আসত, আমি অন্য সিঁড়ি দিয়ে যেতাম।’

অনন্যা পাণ্ডে জানান, সারাকে নিয়ে স্কুলের একটি নাটকে অভিনয়ও করেছিলেন তারা। সারা অনন্যাকে শুরুতে ‘ঐ’ বলে ডাকতেন কারণ তিনি তার নাম জানতেন না।

তিনি বলেন, ‘সেই স্কুলের নাটকে একসাথে অভিনয় করেছিলাম। সে সময় সারা আমাকে ডাকে -ঐ মেয়ে এখানে আয়। সে আমার নামও জানত না।’