ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের মাত্র একদিন আগে সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে ভারতের দুই ক্রিকেটার মানীশ পান্ডে ও সৃজিত কৃষ্ণ নিষিদ্ধ হয়েছেন। তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
জানা গেছে, বিসিসিআইয়ের সন্দেহের তালিকায় রয়েছেন দীপক হুদা, সৌরভ দুবে এবং কেসি কারিয়াপ্পা। তাদের বোলিং অ্যাকশনও সন্দেহজনক তালিকায় রয়েছে। আইপিএল নিলামের আগে সব দলকে চিঠি পাঠিয়ে এই ৫ ক্রিকেটারের কথা জানিয়ে দিয়েছে বোর্ড।
বিসিসিআইয়ের এমন খবর জানার পর আইপিএলের নিয়মিত মুখ মানীশ, দীপককে আর এই আসরে দেখা যাবে না। দল না পাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি ৩ ক্রিকেটারেরও।
আইপিএলের দুই দিনব্যাপী নিলাম শুরু হবে রোববার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায়। সর্বোচ্চ ২০৪টি স্লটে ক্রিকেটাররা দল পাবেন, যার মধ্যে সর্বোচ্চ ৭০ জন বিদেশি ক্রিকেটারের কপাল খুলবে।
২০২৫ সালের ১৪ মার্চ আইপিএলের মৌসুম শুরু হবে এবং ফাইনাল হবে ২৫ মে। এবারের আসরে হবে ৭৪ ম্যাচ।