- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

যেভাবে ময়লা কম্বল পরিষ্কার করবেন

শীতকালে টানা ব্যবহারে লেপ বা কম্বলে ময়লা জমে দুর্গন্ধ হয়ে যায়। ফলে এ সময় ভারী লেপ-কম্বল ধুয়ে পরিষ্কার করাটা সহজ বিষয় নয়। অন্যদিকে পরিষ্কার না করলেও লেপ বা কম্বলে ব্যবহারও করা যায় না। তবে পানি ছাড়াই কিছু উপায় অবলম্বন করে খুব সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

চলুন জেনে নেই পানি ছাড়া ময়লা কম্বল পরিষ্কার করার উপায়—

ভ্যাকুয়াম ক্লিনার: শীতে ময়লা কম্বল পরিষ্কারের জন্য ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করতে পারেন। এটি দিয়ে নোংরা কম্বলের সহজে ধুলো পরিষ্কার করা যায়। এর জন্য খুব বেশি পরিশ্রমেরও প্রয়োজন হয় না।

রোদে দিয়ে পরিষ্কার: যদি কোনোভাবেই শীতে পানি দিয়ে কম্বল পরিষ্কার করতে না পারেন, তাহলে সবচেয়ে সহজ উপায় হলো দড়িতে ঝাঁকিয়ে পরিষ্কার করা। কম্বলের মধ্যে লুকিয়ে থাকা ময়লা বা ধুলাবালি সহজেই বের করে ফেলতে পারবেন।

বেকিং সোডা: শীতকালে কম্বল ধোয়ার পর শুকানোর ক্ষেত্রে একটি বড় সমস্যা দেখা দেয়। কিন্তু এগুলো পরিষ্কার করার জন্য আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কম্বলের ওপর বেকিং সোডা ছিটিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রেখে দিন। এরপর ব্রাশ দিয়ে আলতো করে কম্বল পরিষ্কার করুন। কম্বলের চকচকে ভাবও বজায় রাখবে এটি।

ক্লিনিং স্প্রে: শীতে ময়লা কম্বল ধোয়ার জন্য বাজার থেকে ক্লিনিং স্প্রেও কিনে নিতে পারেন। পানি ব্যবহার না করেই ক্লিনিং স্প্রে দিয়ে সহজেই পরিষ্কার করা যায় কম্বল। পাশাপাশি শুকাতেও কোনো ঝামেলা পোহাতে হয় না এবং পরিশ্রমও কম হবে।