- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্রমন্ত্রী

সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে উভয় পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (১০ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ ও সামরিক পদক্ষেপ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

তিনি বলেন, ভারত ধারাবাহিকভাবে সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান বজায় রেখেছে। এটি তা অব্যাহত রাখবে।

এর আগে শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ-এ এক পোস্টে লেখেন, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

কিছুক্ষণ পরই নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করে। এরপর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে এ বিষয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, ভারত এবং পাকিস্তান স্থল, আকাশ ও সমুদ্র পথে সব ধরনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারতীয় সময় বিকেল ৫টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হবে।