- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

যুক্তরাষ্ট্রে পারিবারিক সহিংসতায় নিহত-৪

যুক্তরাষ্ট্রের হিউস্টনে পারিবারিক সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ৪ জন নিহত হয়েছেন। পুলিশ জানায়, স্থানীয় সময় বুধবার ৩০ ডিসেম্বর একটি ঘরের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় চারজনের মরদেহ পাওয়া গেছে।

গুলিবিদ্ধ হয়েছেন, ভোরে এমন খবর ফোন করে পুলিশকে জানান এক নারী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশেষ বাহিনী সোয়াতকে অবগত করে। ঘরের ভেতরে দুইজন নারী এবং দুইজন পুরুষকে মৃত অবস্থায় উদ্ধার করে।

আরো পড়ুন: বিধ্বস্ত ইউক্রেনীয় বিমানের নিহতদের ক্ষতিপূরণ দিতে প্রস্তুত ইরান

এ ঘটনার পর আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এখনো ঘটনার মূল কারণ বের করতে পারেনি পুলিশ। যদিও একে প্রাথমিকভাবে পারিবারিক সহিংসতা বলে ধারণা নিরাপত্তা বাহিনীর। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্টরা।