- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

যাত্রী সংকটে সোনার বাংলার পর বন্ধ উপকূল এক্সপ্রেস

যাত্রী সংকট ও করোনা পরিস্থিতির কারণে গতকাল থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে নোয়াখালী-ঢাকা রুটের উপকূল এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি। এর আগে ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গত শনিবার বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক ট্রাফিক ট্রান্সপোর্টেশন কালিকান্ত ঘোষ স্বাক্ষরিত নোটিসে জানানো হয়, করোনাকালীন চলাচলরত আন্তঃনগর উপকূল এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নোটিসে বলা হয়, ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস গতকাল লাকসাম থেকে ঢাকা আসে। এরপর ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। আর ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি গত শনিবার সর্বশেষ চলার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। লকডাউনের কারণে দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শুরু হয় ট্রেন চলাচল।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন