- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

‘যতো বাধা আসুক অবৈধ স্থাপনা উচ্ছেদ চলবে’

যতো বাধা আসুক রাস্তার অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। তিনি বলেন, তদবির করে উচ্ছেদ অভিযান ঠেকানো যাবে না।

বুধবার (৯ ডিসেম্বর) রাজধানীর বাসাবো ও কালুনগর খাল পরিদর্শন ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করেন ফজলে নূর তাপস।

এসময় মেয়র জানান, অবৈধ স্থাপনা চিহ্নিত করে রাজধানীর খালগুলোতে উচ্ছেদ অভিযান চালানো হবে। এছাড়া, আদি বুড়িগঙ্গা চ্যানেলে উচ্ছেদ অভিযান পরিচালনার পর সীমানা নির্ধারণ করা হবে। এরপরই, হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

সাবেক মেয়র সাঈদ খোকনের বক্তব্যের প্রেক্ষিতে বর্তমান মেয়র তাপস বলেন, ফুলবাড়িয়া মার্কেটে দখলদারদের যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এসময়, দখলদার ও তাদের সহযোগীদের বর্জ্যের সাথে তুলনা করে সব কিছু পরিস্কারের কথা জানান মেয়র।