- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

ম্যানইউ-চেলসি চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করলো

ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯/২০ মৌসুমের দলগুলো শেষ দিনে মাঠে নেমেছিল । আগেই শিরোপা নিশ্চিত হয়ে গেলেও তৃতীয় ও চতুর্থ স্থানের দিকে শেষ পর্যন্ত নজর ছিল। সেরা চারটি দল খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে।

শেষ ম্যাচে নামার আগে তিন, চার ও পাঁচ নম্বরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও লেস্টার সিটি।
ম্যানচেস্টারের প্রতিপক্ষ ছিল লেস্টার। অন্যদিকে উলভারহাম্পটনের বিপক্ষে মাঠে নামে চেলসি।
চ্যাম্পিয়নস লিগ নিশ্চিতের ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ইউনাইটেড। একইরকম ফল চেলসিরও।
লেস্টারের বিরুদ্ধে রেড ডেভিলসদের হয়ে একটি করে গোল করেন ব্রুনো ফার্নান্দেজ ও জেসি লিঙ্গার্ড।
অন্যদিকে চেলসির জার্সিতে একটি করে গোল তুলেছেন ম্যাসন মাউন্ট ও অলিভিয়ের জিরো।
এই জয়ে ৩৮ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রইলো ম্যানইউ। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে রইল চেলসি। দুই দলই ২০২০/২১ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিলো।

এদিকে নিউক্যাসলের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে আগেই শিরোপা জেতা লিভারপুর।
এছাড়া নরউইচ সিটির বিপক্ষে ৫-০ গোলে জয় পেয়েছে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি।