সঙ্গীতশিল্পী-অভিনেতা তাহসান খান মেয়ে আয়রাকে বহু দিন পরে কাছে পেয়েছেন। বাবা- মেয়ের বছরের শেষ সময় খুনসুটি আর ভালোবাসায় কেটে যাচ্ছে ।
মঙ্গলবার রাতে বাবা-মেয়ের খুনসুটির ঝলক দেখা গেল তাহসানের ইনস্টাগ্রাম পেজে। নানা রকম ফিল্টার লাগিয়ে ইংরেজিতে মজার মজার কথা বলছে ছোট্ট আয়রা। আর তাকে সমান তালে সঙ্গ দিয়েছেন তাহসান। আয়রার সঙ্গে কিছু মুহূর্তের জন্য তিনিও ফিরে গেলেন শৈশবে।
বাবা-মেয়ের এই যুগলবন্দী দেখে খুশি ধরে রাখতে পারেননি মিথিলাও। তাহসানের পোস্টে হাসির ইমোজি দিয়ে বুঝিয়ে দিয়েছেন সে কথা। তাহসান একটি পোস্টে মেয়েকে নিয়ে লিখেছেন, ‘সেন্স অব হিউমার একদম আমার মতো’।
তার কথায় সহমত পোষণ করেছেন মিথিলা। তাহসান-মিথিলার এই সংক্ষিপ্ত কথোপকথন দেখে উচ্ছ্বসিত তাদের ভক্তরা। ছোট আয়রাকেও ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।
কাজের জন্য মেয়েকে নিয়ে আপাতত ঢাকায় মিথিলা। জি ফাইভের কাজ শেষ করে আবারও কলকাতায় ফিরবেন বলে জানা যায়।