- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

মেসি-রোনালদোকে টপকে বর্ষসেরা লেভানডভস্কি

ফিফার বর্ষসেরা ফুটবলার হওয়ার কীর্তি গড়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রর্বাট লেভানডভস্কি। মেসি-রোনালদোকে টপকিয়ে ফিফার বর্ষসেরা হলেন তিনি। এই তালিকায় তার সঙ্গে সেরা তিনে ছিলেন ছয় বারের ব্যালন ডি’র জয়ী লিওনেল মেসি এবং পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো।

পুরস্কার জিতে লেভানডভস্কি জানান, এ এক অসাধারণ অনুভূতি। আমি খুশি এবং গর্বিত। বছরটা খুব ভালো কেটেছে। এই পুরস্কারের ভাগীদার তাই আমার সতীর্থ, কোচ এবং সার্বিকভাবে বায়ার্ন মিউনিখ। শিরোপা জেতা এবং মেসি-রোনালদোর সঙ্গে তালিকায় নাম তোলা অসাধারণ ব্যাপার।

তিনি বলেন, অনেক বছর আগে এমন এক পুরস্কারের স্বপ্ন দেখেছিলাম। এবার তেমন কিছু জিতলাম। বছরটা সারা বিশ্বের জন্যই কঠিন ছিল। এর মধ্যে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতার সন্ধ্যাটা ছিল অসাধারণ এক মুহূর্ত। এরপর আমরা লিগ কাপ জিতেছি। এক মৌসুমের সম্ভাব্য সবকিছু ঘরে তুলেছি। অসাধারণ একজন কোচ, একটি দল নিয়ে আমরা একটি একই লক্ষ্যের দিকে ছুটে চলেছি।