- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

মেয়ে সন্তানের বাবা হতে চান শাকিব খান


ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় চিত্র নায়ক শাকিব খান। তার দুই দশকেরও বেশি সময়ের চলচ্চিত্র ক্যারিয়ার। তবে প্রায় দেড় দশক ধরে তিনি সাফল্যের শীর্ষে অবস্থান করছেন। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। ব্যক্তিগত জীবন নিয়ে সব সময় আলোচনায় থাকেন এ অভিনতা। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, আবারো বিয়ে করতে চলেছেন শাকিব খান। অতীতে দুই বিয়ে করেন এই তারকা। অপু-বুবলীর ঘরে শকিবের দুটি ছেলে সন্তান। এবার বিয়ের পরে মেয়ে সন্তান চান তিনি।

একাধিকবার সাক্ষাৎকারে নিজের দুই প্রাক্তন স্ত্রীকে ‘অতীত’ বলে মন্তব্য করেছেন শাকিব। ভবিষ্যতে তাদের কারো সঙ্গেই নতুন কোনো সম্পর্কে জড়ানোর সম্ভাবনা নেই, সেটাও স্পষ্ট করেছেন বারবার। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারের প্রশ্নোত্তরে তিনি এ বিষয়ে কথা বলেন।

শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনও তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনো বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, সেটা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে।’

বাবা-মায়ের ইচ্ছের কথা উল্লেখ করে শাকিব আরও বলেন, ‘আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’

সাক্ষাৎকারে নিজের দুই সন্তান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।’

প্রসঙ্গত, এর আগেও দু’বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন শাকিব। প্রথমে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। সেই সংসার টিকেছিল ১০ বছর। এরপর ২০১৮ সালে অপু বিশ্বাসকে ডিভোর্স দিয়ে চিত্রনায়িকা শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব। তবে সেই সংসারও টেকেনি। বিয়ের কয়েক বছরের মাথায় আলাদা হয়ে যায় এই দম্পতির পথচলা। দুই সংসারে শাকিবের দুইটি সন্তান রয়েছে।