- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

মুরগির দাম কয়েক দিনের ব্যবধানে ৩০-৪০ টাকা বেড়েছে

রাজধানীর বাজারে তিন দিনের ব্যবধানে ব্রয়লার ও সোনালি মুরগির দাম বেড়েছে কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে মোতাবেক এ খবর পাওয়া গেছে।

টিসিবির হিসাবে দেখা গেছে, রাজধানীতে গত ১৮ ডিসেম্বর ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে।

রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে জানা যায়, গত ২১ ডিসেম্বর ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ২০০ থেকে ২১০ টাকা কেজিতে। আর সোনালি মুরগি মানভেদে প্রতি কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হয়েছে।

ক্রেতা ও বিক্রেতারা বলছেন, তিন দিন আগেও ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকা দরে এবং সোনালি মুরগি ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হয়েছে। তিনদিন পর ৩০ থেকে ৪০ টাকা বেড়েছে।

বাজারে মুরগির সরবরাহের ঘাটতি নেই জানিয়েছেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব খোন্দকার মো. মহসিন। তিনি বলেন, যখন দাম কম ছিল, তখন খামারিদের লোকসান দিতে হচ্ছিল। দাম বাড়ার পরে এখন যে দাম তা বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

তিনি আরও বলেন, বাংলাদেশের চেয়ে ভারতে মুরগির দাম বেশি। তাই কিছু মুরগি অবৈধভাবে ভারতে যাচ্ছে। তাছাড়া শীতে পানি কমে আসায় নদী–নালা, খাল–বিলে মাছ কমছে। এখন পর্যটনেরও সময়। বিয়ের মতো সামাজিক–ধর্মীয় অনুষ্ঠানও ব্যাপকভাবে বেড়েছে। এসব কারণে মুরগির চাহিদা বাড়ায় দাম বেড়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক রেয়াজুল হক বলেন, বিয়ে, বনভোজনের মতো সামাজিক অনুষ্ঠান বেড়ে গেছে। এসব অনুষ্ঠানে প্রচুর মুরগির ব্যবহার হয়। চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়ে গেছে।