- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করলো আরো ৩৫ জনের

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৬৬ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী আরো ৩৫ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে।
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২’ এর ৭ (ঝ) এর ধারা অনুযায়ী গেজেট বাতিল করে সম্প্রতি নতুন গেজেট জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

গেজেট বাতিল হওয়া ৩৫ জন হলেন- পাবনার মো. ইসরাইল, মো. জাহাঙ্গীর আলম, মো. ইয়াকুব আলী, মো. আকতার আলী রাঙ্গা, মো. আমিরুজ্জামান খান খোকা, মো. আবু তাহের, মো. ফজলুর রহমান, মো. নওশের আলী, মো. আ. জলিল শেখ, মো. আজিজুর রহমান ও মো. মজিবুর রহমান, কুমিল্লার শামছুল হক, ঠাকুরগাঁয়ের আব্দুর রহমান, নরসিংদীর মো. সিরাজুল ইসলাম ও ফরিদপুরের সুশীল কুমার পাল।

এছাড়া নওগাঁর মো. আনিসুর রহমান, লক্ষীপুরের মো. আবুল কালাম, নারায়ণগঞ্জের মো. আবুল কালাম, আব্দুর রহমান, মো. আলী হোসেন, মো. শাহাব উদ্দিন, মো. লিয়াকত আলী, মো. আলী, আব্দুল বাতেন, মো. ইছাক মিয়া, মো. নূর মোহাম্মদ মোল্লা, মো. গিয়াস উদ্দিন, খন্দকার আবু জাফর, মো. কামাল হোসেন ও মো. শফিকুর রহমান বেপারী এবং চাঁদপুরের সুলতান আহাম্মদ তপাদার ও মো. ইলিয়াস খানের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করা হয়েছে।