ইরানি নাগরিকদেরকে মিয়ানমার সফর না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

তিনি আজ (সোমবার) মিয়ানমারে ইরানি নাগরিকদের সফর প্রসঙ্গে বলেন, থাইল্যান্ডে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মিয়ানমারের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনার কারণে মিয়ানমারে ইরানিদের যাতায়াত কম ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ইরানি নাগরিকদের প্রতি আমাদের পরামর্শ হচ্ছে করোনা মহামারি এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা যেন মিয়ানমারে না যান।

গতকাল (সোমবার) মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সু চির সরকার উৎখাত করেছে দেশটির সেনাবাহিনী। তারা দেশটির ক্ষমতা দখল করে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সু চি’র নেতৃত্বাধীন দল এনএলডির মুখপাত্র মিও নয়েন্ট বলেছেন, দলীয় নেত্রী সু চি, প্রেসিডেন্ট উইন মিন্তসহ দলের অন্য শীর্ষ নেতাদের ভোরে সেনাবাহিনী তুলে নিয়ে গেছে।

গত বছরের নভেম্বরের সাধারণ নির্বাচনে জালিয়াতির জন্য বেসামরিক সরকারের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনী ক্ষমতা দখল করতে পারে বলে প্রায় এক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল।