- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

মির্জা ফখরুল চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুর গেলেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম রয়েছেন। তবে তারা কত দিন থাকবেন, তা জানা যায়নি। কোভিড-১৯ পরিস্থিতিতে সিঙ্গাপুরে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিএনপি সূত্র জানায়, মির্জা ফখরুল উচ্চ রক্তচাপ, আইবিএস, মেরুদণ্ড, দাঁতের সমস্যা, ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত। কয়েক বছর ধরে চিকিৎসা নিতেই সিঙ্গাপুর যাচ্ছেন ফখরুল।

সর্বশেষ ২০১৯ সালের অক্টোবরে সিঙ্গাপুর যান তিনি। ব্যস্ততা ও করোনার কারণে তার নিয়মিত চিকিৎসা ইতোমধ্যে ব্যাহত হয়েছে।