আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন উসকানির জবাব শক্তির মাধ্যমে দেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ভেনিজুয়েলা। আমেরিকার নৌবাহিনী পানিসীমার কাছে টহল দেয়ার পর লাতিন আমেরিকার এ দেশটির সরকার এমন মন্তব্য করেছে । পার্সটুডে।

মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের একটি খাদ্যবাহী জাহাজ ভেনিজুয়েলার বন্দরে ভিড়ার পর আমেরিকার নৌবাহিনী ভেনিজুয়েলার পানিসীমার কাছে টহল দেয়। এ ঘটনাকে কারাকাস সরকার আমেরিকার পক্ষ থেকে সুস্পষ্ট উসকানি বলে মন্তব্য করেছে।

মার্কিন নৌবাহিনীর সাউদার্ন কমান্ড মঙ্গলবার (২৩জুন) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ভেনিজুয়েলার পানিসীমার কাছে অপারেশন চালিয়েছে। এ প্রসঙ্গে ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেন, মার্কিন নৌবাহিনী এ তৎপরতা সুস্পষ্টভাবে উস্কানি। একে অন্য কোনভাবে ব্যাখ্যা করার সুযোগ নেই। ভেনিজুয়েলার উত্তরাঞ্চলীয় কারাবোবো প্রদেশ সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাদ্রিনো বলেন, যদি মার্কিন নৌবাহিনী ভেনিজুয়েলার পানিসীমায় প্রবেশ করে তাহলে তারা শক্তিশালী জবাব পাবে।