- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের লুৎফর রহমান

খেলা ডেস্ক:  স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় লুৎফর রহমান মারা গেছেন। সোমবার (২৯জুন) সকালে যশোরের লোন অফিসপাড়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লাল-সবুজ পতাকার জন্য স্বাধীনতা সংগ্রামের এ ফুটবলযোদ্ধা।

১৯৫১ সালে জন্ম নেয়া লুৎফর রহমানের বয়স হয়েছিল ৭০ বছর। বিকেলে যশোরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

২০১৮ সালের ডিসেম্বরে ব্রেন স্ট্রোক করা কৃতী এ ফুটবলার নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের তরফ থেকে তাকে সাহায্য করেছিলেন।

লুৎফর রহমান ফুটবল ও হকি উভয়ই খেলতে পারতেন। ১৯৬৫ থেকে ১৯৭৫ সময়ে খেলেছেন যশোর জেলা ফুটবল দলে। ১৯৬৮ সালে পূর্ব পাকিস্তান বোর্ড দলে খেলেছেন, প্রতিপক্ষ ছিল পশ্চিম পাকিস্তানের সম্মিলিত বোর্ড দল।

১৯৬৯ সালে ঢাকা ওয়ারী ক্লাবে যোগ দেন তিনি। পরের বছর হন অধিনায়ক। ১৯৭১ সালে দেশের স্বাধীনতা যুদ্ধের সময় কলকাতা গিয়ে স্বাধীন বাংলা ফুটবল দলে নাম লেখান। দলটির খেলা ১৬ ম্যাচের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। স্বাধীনতার পর খেলেছেন বাংলাদেশ জাতীয় দলে। ১৯৭৫ সালে তুলে রাখেন বুটজোড়া।

শেয়ার করুন: