- Bangladesher Shomoy | বাংলাদেশের সময়.কম - https://www.bangladeshershomoy.com -

মারামারি ঠেকাতে গিয়ে মাদরাসা সভাপতির মৃত্যু

যশোরের উপশহরে দুই যুবকের মধ্যে মারামারি ঠেকাতে গিয়ে এনামুল হক ইমু (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় উপশহর আদর্শ বহুমুখী মাদরাসার সভাপতি ও উপশহর বি ব্লক মসজিদের পাশের ১১৫ নম্বর বাড়ির সৈয়দ ইকবাল হোসেন ইকুর ছেলে।

নিহতের বাবা সৈয়দ ইকবাল হোসেন ইকু জানিয়েছেন, তিনি লোকমুখে শুনেছেন রোববার রাত ৮টার দিকে উপশহর শিশু হাসপাতালের সামনে দুই যুবক মারামারি করছিল। এ সময় ইমু সেখানে ছিল। সে তাদেরকে থামানোর চেষ্টা করে এবং একজনকে একটি থাপ্পড় মারে। থাপ্পড় খাওয়া যুবকটি ছুরি বের করে ইমুর পেটে আঘাত করে। সঙ্গে সঙ্গে সে মাটিতে পড়ে যায় এবং দুই যুবক পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক জানিয়েছেন, ছুরিকাঘাতে তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ফলে হাসপাতালে আনার পরপরই তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন, উপশহরে ছুরিকাঘাতে যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামি শনাক্তের চেষ্টা করছে।